
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৮ নং হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মন্টু, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক হাবিবুল্লাহ ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবকরা উপস্থিত ছিলেন। ৬১টি ইভেন্টে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
Leave a Reply