বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম
ন্যায় ও ইনসাফভিত্তিক বরিশাল গড়ার প্রতিশ্রুতি বিএনপির সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন অনলাইনে নয়, মেন্যুয়ালি সাংবাদিক কার্ড দিবে ইসি মেহেন্দিগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরের ঘটনায় ওসি-ইউএনও প্রত্যাহার গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার যে রোগে স্বামী-স্ত্রীর একসঙ্গে চিকিৎসা প্রয়োজন হয় কেন্দ্রে গাবের কচা নিয়ে অবস্থান করার আহ্বান খেলাফত মজলিস নেতার জামিন ছাড়াই মুক্তি পেলেন হত্যা মামলার ৩ আসামি, ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত পিরোজপুরে মাদক ও অস্ত্রসহ স্বামী—স্ত্রী গ্রেফতার রিট খারিজ, শুক্রবারই হচ্ছে ৫০তম বিসিএস পরীক্ষা সোয়া ৪ লাখ প্রবাসীর ভোটদান সম্পন্ন অনিশ্চয়তার মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তা অনলাইনে সাংবাদিক কার্ড প্রক্রিয়া সহজ করা হবে: সিইসি ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি গ্রেপ্তার সাইবার মামলায় ববি কর্মকর্তা সেলিনা বেগম কারাগারে নলছিটিতে ডাঃ আ‌নোয়ার হো‌সেন মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের শুভ উ‌দ্বোধন কাউখালীতে হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 
থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার

থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-১০।

বুধবার (২৮ জানুয়ারি) রাত আড়াইটার দিকে শহরের কমলাপুর এলাকার এক ঝোপের মধ্য থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে র‍্যাব।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ।

র‍্যাব-১০ জানায়, গত ২০২৪ সালের ৫ আগস্টে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সুযোগে দুষ্কৃতকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বুধবার রাত অনুমান ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন চরকমলাপুরগামী রাস্তার বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এ সব উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গ্রেনেড ও কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ।

র‍্যাব-১০ ফরিদপুর-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, এ অভিযান প্রমাণ করে— দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‌্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‌্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র‌্যাব-১০ —এর এ সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com